অভিযোগ ও সমস্যা জানাবেন যেখানে

প্রকাশ: May 24, 2015
কমপ্লেইন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের যেকোনো পরিষেবা বা আপনার এলাকার যেকোনো সমস্যা যার সমাধান সিটি কর্পোরেশনের আওতাভুক্ত, সেসব বিষয়ে অভিযোগ জানানোর উপায়:

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নাগরিকগণ http://dncc.gov.bd/query-complain.html লিংকে তাদের যেকোনো অভিযোগ তুলে ধরতে পারবেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকগণ http://www.dhakasouthcity.gov.bd/complain/ লিংকে তাদের যেকোনো অভিযোগ জানাতে পারবেন।

এছাড়াও সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন সড়কের বিষয়ে অভিযোগ থাকলে তা সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান কার্যালয়, সড়ক ভবনের প্রধান ফটকের অভ্যর্থনা কক্ষের অভিযোগ ও পরামর্শ বাক্সে প্রেরণ করুন।

তদন্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী [ফোন: ৯৫৫৮৩৩২] অভিযোগ ও পরামর্শ গ্রহণ করে ৩০ কর্মদিবসের মধ্যে বিষয়টি সুরাহা করবেন অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবরে প্রেরণ করবেন।

এছাড়াও আপনাদের যেকোনো অভিযোগ, মতামত বা পরামর্শ ‘আমরা ঢাকা’র ওয়েবপেইজে মেসেজ বা পেইজের প্রাসঙ্গিক পোস্টে কমেন্ট করে জানান। আমরা আপনার অভিযোগ যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব।

You must be logged in to post a comment Login

মন্তব্য করুন