হাতিরঝিলের ব্রিজে ঝুলছে ভালোবাসার তালা!

প্রকাশ: June 11, 2015
love lock bridge

প্যারিসের ‘পুঁ দে আ’ ব্রিজের অনুকরণে ঢাকার হাতিরঝিলের ব্রিজে তালা ঝোলাচ্ছেন আমাদের প্রেমিক-প্রেমিকারা। বাংলাদেশ প্রতিদিনে এই নিয়ে প্রকাশিত প্রতিবেদনটি আমরা ঢাকার পাঠকদের জন্য তুলে ধরা হল-

ব্রিজের রেলিংয়ে তালা আটকে দিয়ে চাবিটি নদীতে ছুড়ে ফেললেই ভাঙবে না প্রেম! এরকম এক অদ্ভুত বিশ্বাস থেকে প্যারিসের সিন নদীর উপরের ‘পুঁ দে আ’ ব্রিজের দুই পাশের রেলিংয়ে হাজার হাজার তালা ঝুলিয়েছেন প্রেমিক-প্রেমিকা আর নবদম্পতিরা সে গল্প হয়তো আমাদের অনেকেরই জানা। সুদূর প্যারিসের সিন নদীর উপরে অবস্থিত ওই ‘লাভ লক’ ব্রিজের অনুকরণ এবার দেখা গেল রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত হাতিরঝিলে!

হ্যাঁ, ধীরে ধীরে নান্দনিক হয়ে ওঠা হাতিরঝিলের সৌন্দর্যের অন্যতম অনুষঙ্গ হচ্ছে একাধিক দৃষ্টিনন্দন ব্রিজ। ব্রিজগুলোর মধ্যে ‘মহানগর-২’ নামে লোকমুখে পরিচিত ব্রিজটির একপাশের রেলিংয়ে দেখা গেল ‘ভালোবাসার নব্য নিদর্শন।’ ব্রিজের রেলিংয়ে ঝুলতে দেখা গেল রঙ-বেরঙের তালা! শুধুই কি তাই! সে সব তালার গায়ে লিখা রয়েছে ভালোবাসা মিশ্রিত বিভিন্ন মনোকথা! ‘ফ্রেন্ডস ফরেভার’ কিংবা ‘লাভ ইউ মম’ ছাড়াও একাধিক তালায় লেখা আছে কোন না কোন প্রেমিক-প্রেমিকার যুগলবন্দী নাম! এছাড়া ব্রিজের যে জায়গাটিতে তালাগুলো ঝুলছে ঠিক সেখানেই ব্রিজের উপর লিখে রাখা হয়েছে ‘Love Locks Bridge’! আর ব্রিজে ঝুলন্ত এসব তালা দেখতেও তালাগুলোর সাথে ছবি তুলতে ব্যাস্ত দেখা গিয়েছে হাতিরঝিলে ঘুরতে আশা তরুণ-তরুণীদের!

এব্যাপারে ব্রিজের পাশেই অবস্থানরত নিরাপত্তা কর্মীদের কাছে ওই তালা প্রসঙ্গে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মী জানান, কে বা কারা এই তালা কখন ঝুলিয়ে গেছে তা তারা দেখতে পারেননি! তবে বর্তমানে তালগুলো নিয়ে কৌতুহলী মানুষের ভিড় বাড়ছে এবং এই ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে নিরাপত্তা কর্মীরা অবগত করেছেন বলে জানান তারা ।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

You must be logged in to post a comment Login

মন্তব্য করুন